বিগ বস-৭ বিজয়ী গওহর খান
অনেক কেচ্ছা কেলেঙ্কারিতে পূর্ণ ছিল এবারের বিগ বস
শো। বিগ বসের বাড়িতে ঢুকে গ্রেপ্তারও হতে হয়েছে অভিনেতা আরমান খানকে। তবে
যাকে নিয়ে বিগ বসের বাড়িতে রেষারেষি তীব্র মাত্রায় পৌঁছেছিল, সেই গওহর
খানই বিগ বস-৭ বিজয়ী হলেন। চূড়ান্ত পর্বে তনিশা মুখার্জি, সংগ্রাম সিং ও
আজাজ খানকে হারিয়ে জিতে নিলেন নগদ ৫০ লাখ রুপি ও একটি ট্রফি। ‘সেলসম্যান অব
দ্য ইয়ার’ ছবির নায়িকা ছিলেন গওহর খান। বিগ বসের ফাইনালে বিগ বসের ঘর থেকে
আউট হয়ে যাওয়া কামিয়া পঞ্জাবি ও প্রত্যুষা ব্যানার্জির সঙ্গে ফেভিকল সে’র
সঙ্গে নাচের তালে পা মেলালেন সালমান। কামিয়া, প্রত্যুষা দু’জনেই মনে
করেছিলেন শো জিতবেন তানিশা। তবে সলমনের হিসেবে তানিশা, সংগ্রাম দু’জনেই
বসের ঘরে থেকেছেন ১০৫ দিন করে। গওহর থেকেছেন ১০৩ দিন। দু’দিনের জন্য ঘরের
বাইরে ছিলেন গওহর। ওয়াইল্ড কার্ড এন্ট্রি আজাজ খান ছিলেন মাত্র ৬৩ দিন। বিগ
বসের ঘরের সবচেয়ে মুখরোচক গল্প ছিল আরমান ও তনুজা কন্যা তানিশার সম্পর্ক।
ফিনালেতে রা-ওয়ানের গান দ কিঁউ বোলে মোসে মোহনদ-এর সঙ্গে নাচেন
অরমান-তানিশা। গত ১৫ই সেপ্টেম্বর শুরু হয়েছিল বিগ বস ৭।
সূত্র: দৈনিক মানবজমিন, ২৯ ডিসেম্বর ২০১৩
No comments
Post a Comment