২৩ বছর পর মুক্তি পাচ্ছে দিলীপ কুমারের 'আগ কা দরিয়া'
সিনেমার নাম
'আগ
কা
দরিয়া'। দিলীপ কুমার
অভিনীত
এই
সিনেমাটি মুক্তি
পাওয়ার কথা
ছিল
১৯৯০
সালে। কিন্তু
অর্থনৈতিক কারণে
সেসময়
এটি
মুক্তি
পায়নি। পরিচালক ভিএস
রাজেন্দ্র বাবু
বলেন,
সিনেমাটির প্রিন্ট নিয়ে
নানা
রকম
সমস্যা
ছিল। আর
সেই
সঙ্গে
আর্থিক
কারণটি
জড়িত
থাকায়
নতুন
করে
প্রিন্ট তৈরি
করাও
কষ্টসাধ্য ছিল। তারপর
সিঙ্গাপুরের এক
কোম্পানির সহায়তায় নতুন
করে
প্রিন্ট করা
হয়।
অন্যদিকে, প্রায়
২৩
বছর
আগে
তৈরি
হওয়া
সিনেমাটি মুক্তির কথা
শুনে
যারপরনাই আপ্লুত
দিলীপ
কুমার।
তিনি
বললেন,
খবরটা
সত্যিই
খুব
আনন্দের। আমার
যে
কোনও
ছবিই
মনের
খুব
কাছের।
তাই
'আগ
কা
দরিয়া'
রিলিজ
করবে
জেনে
ভালই
লাগছে।
আশা
করি
ছবিটি
সবার
ভাল
লাগবে।
খবরটা
শুনে
নস্টালজিক হয়ে
পড়েছি।
'আগ কা
দরিয়া'
ছবিতে
দিলীপ
কুমার
ছাড়াও
অভিনয়
করেছেন
রেখা,
রাজীব
কাপুর,
অমৃতা
সিং।
এটি
নতুন
বছরের
শুরুতেই মুক্তি
পাবে
বলে
শোনা
যাচ্ছে।
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৩০ ডিসেম্বর ২০১৩
No comments
Post a Comment