নতুন বছরের শুরুটাই ছবিশূন্য
নতুন বছর ২০১৪ সালের শুরুটা অর্থাৎ প্রথম শুক্রবারই
ছবিশূন্য থাকছে। ৩রা জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সোহানুর রহমান সোহান
পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির
কারণে ছবির প্রযোজনা সংস্থা সন্ধানী কথাচিত্র তাদের পূর্ব সিদ্ধান্ত থেকে
সরে দাঁড়ালে নতুন বছরের শুরুটাই ছবিশূন্য থাকতে হচ্ছে। ২০১৩ সালে সর্বমোট
৫২টি ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে ছবি নির্মাণের গতিশীলতা দেখে ধারণা করা
হয়েছিল, নতুন বছর ২০১৪ সালে বেশি সংখ্যক ছবি মুক্তি পাবে। কিন্তু শুরুতেই
হোঁচট খাওয়ার কারণে চলচ্চিত্রবোদ্ধারা আশাহত হয়েছেন। রাজনৈতিক অস্থিরতার
অবসান না ঘটা পর্যন্ত কোন প্রযোজকই ছবি মুক্তির ঝুঁকি নিতে চাইছেন না। এ
কারণে অনেক আগে ঘোষণা দেয়া সত্ত্বেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবির প্রধান ৩টি চরিত্রে অভিনয় করেছেন
রিয়াজ, পূর্ণিমা ও আমিন খান।
সূত্র: দৈনিক মানবজমিন, ৩০ ডিসেম্বর ২০১৩
Post Comment
No comments
Post a Comment