তালাবাবা মোশাররফ করিম
অভিনেতা মোশাররফ করিম এবার একটি টেলিফিল্মে ভিন্ন
ধরনের চরিত্রে অভিনয় করলেন। ২৪শে ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়া এ
টেলিছবিটির নাম ‘তালাবাবা’। এখানে তালাবাবার চরিত্রে দেখা যাবে তাকে। হাসান
মঞ্জুরের মূল ভাবনা থেকে নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। আর এটি
পরিচালনা করেছেন শামিম জামান। নাটকটিতে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান,
শামীম জামান, শামিম হোসেন, অহনা, জুঁই করিম, লাবণ্য প্রমুখ। টেলিছবিটি নিয়ে
পরিচালক শামিম জামান বলেন, টানা পাঁচদিনের শুটিং শেষে ফিরলাম আজ।
টেলিছবিতে মোশাররফ করিমকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি গ্রামের সব ধরনের
সমস্যা সমাধানের জন্য তালাবাবার কাছে আসে মানুষ। এরই মধ্যে তার পছন্দ হয়
অহনাকে। এরপর ঘটে নানা ঘটনা। আশা করছি আমার পরিচালিত এ টেলিছবিটি সবার ভাল
লাগবে। আগামী ১৯শে জানুয়ারি এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এ টেলিছবিটি
প্রচার হবে।
সূত্র: দৈনিক মানবজমিন, ৩০ ডিসেম্বর ২০১৩
No comments
Post a Comment