Breaking News

তিন চলচ্চিত্রে পিয়া


দান দান তিন দান_ কথাটির সঙ্গে সবাই কম-বেশি পরিচিত। ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে তিন সংখ্যাটি সব সময়ই শুভ মনে করা হয়। এবার র‌্যাম্প মডেল-অভিনেত্রী পিয়ার ভাগ্যেও যেন তিনেই বাঁধা পড়েছে। চলতি বছর তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এগুলো হলো আলী ম-লের 'পরবাসিনী প্রেম', রিকিয়া মাসুদের 'দ্য স্টোরি অব সামারা' ও আশিকুর রহমানের 'গ্যাংস্টার রিটার্নস'। প্রতিটি ছবিতে তাকে বিচিত্র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এ প্রসঙ্গে পিয়া জানান, প্রথম ছবি 'চোরাবালি'-তে তার অভিনয় প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, এ ছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়নও পেয়েছেন। এর পর থেকেই চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে তার আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে গেছে। বর্তমানে পিয়া 'প্রবাসী প্রেম' ছবির শুটিং শেষ করছেন। প্রেম গল্প নিয়েই ছবির পটভূমি গড়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ডারবান ও কেপটাউনে ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে। সেখানে তিনি ২৫ দিন শুটিং করেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন মডেল-অভিনেতা নিরব। এদিকে, অ্যাডভেঞ্চারধর্মী গল্প নিয়েই 'দ্য স্টোরি অব সামারা'র পটভূমি গড়ে উঠেছে। ছবিতে পিয়া একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে ৭০ ভাগ চিত্রায়ন শেষ হয়েছে। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও সেন্ট মার্টিনে ছবিটির শুটিং হয়েছে। অন্যদিকে সম্প্রতি 'গ্যাংস্টার রিটার্নস' ছবির শুটিং শেষ করেছেন পিয়া। অ্যাকশন-থ্রিলারধর্মী গল্প নিয়েই এর কাহিনী গড়ে উঠেছে। এতে ছোট পর্দার প্রিয়মুখ অপূর্বের বিপরীতে পিয়াকে দেখা যাবে। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, পিয়ার পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের গ-ি পেরিয়ে বিদেশের মাটিতেই তার পরিচিতি বেশি। ভারত, মিসরসহ বেশ কয়েকটি দেশের সুন্দরী প্রতিযোগিতায় তিনি চমক দেখিয়েছেন। ২০০৭ সালের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন পিয়া। এরপর ২০০৮ সাল থেকে নিয়মিত র‌্যাম্পে হাঁটছেন। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পিয়া নিয়মিত দেশ-বিদেশের একাধিক র‌্যাম্প শোতেও অংশ নিচ্ছেন।
সূত্র: দৈনিক যায় যায় দিন, ২৯ ডিসেম্বর ২০১৩

No comments