সুচিত্রা সেনের অবস্থার অবনতি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা
সেনের শারীরিক অবস্থার হঠাৎই অবনতি ঘটেছে । রবিবার সন্ধ্যার পরে তার
শ্বসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সঙ্গে সঙ্গে আইসিসিইউতে নিয়ে যাওয়া হয়েছে নিবিড়
পর্যবেক্ষনের জন্য। তার চিকিৎসা নিয়ে অত্যধিক গোপনীয়তা অবলম্বন করায় সবসময়
সঠিক খবর পাওয়া কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে তাকে এত গোপনীয়তার মধ্যে চিকিৎসা
করা হচ্ছে যে রেজিস্টারেও তার নাম রাখা হয় নি। তার চিকিৎসার জন্য গঠিত
মেডিকেল বোর্ড সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর শ্বাসকষ্ট এতটাই বেড়ে
যায় যে বারবার অক্সিজেন দিতে হয়েছে। এর পরই মেডিকেল বোর্ড তাকে আইসিসিইউতে
সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবস্থা সোমবার সকাল পর্যন্ত পুরোপুরি
স্থিতিশীল হয় নি। সুগারের মাত্রা বাড়ার পাশাপাশি হৃদযন্ত্রের গতিও অনিয়মিত
হয়ে পড়েছে। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত সপ্তাহে সুচিত্রা সেনকে মধ্য কলকাতার
বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিল জ্বর ও শ্বাসকষ্ট। চিকিৎসকরা
অ্যান্টিবায়োটিক প্রযোগ করে অবস্থা সামাল দেওয়া চেষ্ট করেন। প্রথম দিকে
চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে জানানো হয়েছিল। তবে রবিবার সিটি স্ক্যান হাতে
পাওয়ার পর চিকিৎসকরা চিন্তিত হয়ে পড়েন। সোমবারও তার কিছু পরীক্ষনীরিক্ষা
হবে। এদিন মেডিকেল বুলেটিন প্রকাশেরও সম্ভবানা রয়েছে বলে জানা গেছে।
সূত্র: দৈনিক মানবজমিন, ৩০ ডিসেম্বর ২০১৩
No comments
Post a Comment